ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুত স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে বিদ্যুত স্পৃষ্টে ছালেহা খাতুন নামে এক গৃহবধূ মারা গেছে। গতকাল শুক্রবার ৩টার দিকে সে গোসল শেষে ঘরে যান। সেখানে বিদ্যুতের তার ছিড়ে পড়ে। এ সময় ছালেহা দেখতে না পারায় তারে জড়িয়ে পড়ে। সেখানে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত ছালেহা খাতুন ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। তাদের তিন বছরের একটি মেয়ে রয়েছে। খামারমুন্দিয়া গ্রামের রুহুল আমিন জানান, নিহত ছালেহা দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করার পর ঘরে যান। এরপর সেখানে ছেড়া বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা জানতে পেরে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।