মুজিবনগরে তিন জুয়াড়ীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

 

মুজিবনগর প্রতিনিধি: জুয়া খেলার অপরাধে তিন জুয়াড়ীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত উদ্দীন। গতকাল বুধবার দুপুরের দিকে তিনি ওই দণ্ডাদেশ ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে গোপিনাথপুর গ্রামের আমিরুল ইসলাম (২৫), গৌরিনগর গ্রামের শহিদুল (২১) ও একই গ্রামের মিঠুন (২০)। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল জানান, জুয়াড়ীরা জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গৌরিনগর জিয়ার চায়ের দোকানের পাশে এসআই টিপু সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় জুয়ার সরঞ্জামসহ ৩ জন জুয়াড়ীকে আটক করা হয়। তাদেরকে দোষী সাব্যস্ত করে সাতদিন করে কারাদণ্ডাদেশ প্রদান করেন। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি কামাল হোসেন জানান, গতকালই তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।