দেশ আজ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হয়েছে
শেখ সফি: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, দেশবিরোধী চক্রান্তকারীরা দেশের উন্নয়ন শুধু বাধাগ্রস্তই করেই না, তারা দেশের সাধারণ জনগণকে পুড়িয়ে মেরে উল্লাসের মধ্য দিয়ে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালিয়ে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করেছিলো কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিকভাবে দেশ পরিচালনার কারণে দেশ আজ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পরিনত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মুজিবনগর মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামবাসী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন।
মুজিবনগরের মহাজনপুর বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে মহাজনপুর ইউপি পুনঃনবনির্বাচিত চেয়ারম্যান আমাম হোসেন মিলুকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাজনপুর ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু, সাবেক ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বাবুপুর গ্রামবাসীর পক্ষ থেকে পুনঃনবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন।
অনুষ্ঠান শেষে বিএনপির নেতা বাবলু শেখসহ ১০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।