গাংনীতে গ্রেফতার তিন ইরানি নাগরিক জেলহাজতে

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে গ্রেফতার হওয়া তিন ইরানি নাগরিককে এখন জেলহাজতে। প্রতারণার অভিযোগে গাংনী থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে গতকাল বুধবার তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, মঙ্গলবার বিকেলে গাংনী শহরের হাসপাতাল বাজারের মোটরসাইকেল ম্যাকানিক শাহ জামালের দোকানে হাজির হন আমির হোসেন (২৭), ভোইড (২৬) ও নাদের (৪২)। তাদের বাড়ি ইরানের রাজধানী ও তেহরান শহরে। তিনজনই ইরানি নাগরিক। এক হাজার টাকার নোট ভাংতির কথাবার্তা বলে তারা। এর আগে বিদেশি পরিচয়ে জেলার একটি পেট্রোল পাম্পের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ইরানি তিন নাগকিরকে প্রতারকচক্রের সদস্য হিসেবে সন্দেহ হলে স্থানীয়রা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় কৌশলে সটকে পড়েন তারা। পর কিছুক্ষণ পরে কুষ্টিয়া যাওয়ার পথে জোড়পুকুরিয়া নামক স্থানে তাদের বহনকৃত প্রাইভেটকারটি রাস্তার পাশে পড়ে গেলে স্থানীয়রা তাদেরকে আটক করে থানায় সোপর্দ করেন রাতে শাহ জামাল বাদী হয়ে মামলা দায়ের করলে তিনজকে গ্রেফতার দেখায় পুলিশ। গতকাল ওই মামলার আসামি হিসেবে তিনজনকে আদালতে সোর্প করে পুলিশ। বিজ্ঞ আদালতে তাদেরকে জেলহাজতে প্রেরণ করার আদেশ দেন। আদালতের নির্দেশে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়