স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের আমিরপুরের মসলেম উদ্দীনকে বেদম পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মদ্যপাব্স্থায় আপত্তিকর উক্তি আড়াতে শুরু করলে গ্রামবাসী শুরু করে পিটুনি। কিলঘুষিতে থেতলে দেয় মুখ।
পিটুনির পর তাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপতালে। এ সময় অবশ্য মসলেম অভিযোগ করে বলেন, আমার এক ভাইকে ওরা মেরেছে, আমাকেও পরিকল্পিতভাবে হত্যা করতে চেয়েছে।অল্পের জন্য বেঁচে গেছি।
জানা গেছে,চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের মৃত নবী ছদ্দিনের ছেলে মসলেম উদীন (৫০) গরু ব্যবসায়ী। তিনি গতকাল আলমডাঙ্গা পশুহাটে ব্যবসার কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। গ্রামের খোকনের দোকানের সামনে পৌছে আপত্তিকর উক্তি আওড়াতে থাকেন। স্থানীয়রা উত্তেজিত হয়ে রুখে যান। মুখে মদের গন্ধ পেয়ে শুরু করে কিলঘুষি। যতোই পিটুনি দেয়া হয় ততোই গালিগালাজের মাত্রা বেড়ে যায়। পিটুনি এক পর্যায়ে গণপিটুনিতে রূপ নেয়।