অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে মুজিবনগরে ময়না কসাইয়ের জেল-জরিমানা

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে ময়নুদ্দিন ওরফে ময়না কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা ৩টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দীন ওই দণ্ডাদেশ দেন। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছে এমন গোপন সংবাদ পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ময়নুদ্দিন ওরফে ময়না কসাইকে আটকসহ অসুস্থ গরুর মাংস উদ্ধার করে থানায় নেয়। বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করলে আদালত পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ (১) ধারায় দোষী প্রমাণ হওয়ায় ময়নুদ্দিন ওরফে ময়না কসাইকে ওই কারাদন্ডাদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূর আলম।

দণ্ডাদেশপ্রাপ্ত ময়না কসাই মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের নয়ন শাহ’র ছেলে। পরে উদ্ধার হওয়া অসুস্থ গরুর মাংস মুজিবনগর থানায় নিয়ে মাটির নিচে পুঁতে ফেলা হয়। এদিকে ২৫ হাজার টাকা জরিমানা পরিশোধ করে গতকালই ময়নাকসাই বাড়িতে ফিরে যান।