মাগফেরাত কামনায় শোকৱ্যালি দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠিত
ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের ক্রীড়া শিক্ষক আকবার আলীর রুহের মাগফেরাত কামনা করে শোক ৱ্যালি, দোয়া ও স্মৃতিচারন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠ গতকাল সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করেন। সকাল সাড়ে ৮টায় একটি শোকৱ্যালি বিদ্যালয় মাঠ থেকে ডিঙ্গেদহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিদ্যাপীঠ মাঠে দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠান প্রধান শিক্ষক সাইনুল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক উম্মে সালমার উপস্থাপনায় স্মৃতিচারণ করেন বিদ্যাপীঠের সাবেক সভাপতি আবু সুফিয়ান বিল্লাল, সহকারী প্রধান শিক্ষক ফারজানা বেগম, অভিভাবক সদস্য সাংবাদিক ইলিয়াস হোসেন, শিক্ষক আ. কাদের, শাহাবুদ্দিন বিশ্বাস খোকন, মোজাম্মেল হক, ইমানুল হক, ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, এসএমসির সদস্য আমির হোসেন, ডা. শহিদুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন বিদ্যাপীঠের ধর্মীয় শিক্ষক মহসিন আলী। অনুষ্ঠানে মরহুম আকবার আলীর স্ত্রী, ছেলেসহ স্বজনরা উপস্থিত ছিলেন উল্লেখ্য, গত ৬ এপ্রিল বুধবার সকাল ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।