স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন অনুমোদিত কমিটির প্রথম সভা আগামী ১৩ এপ্রিল বুধবার। এদিন সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতাল রোডের হোটেল রয়েল ব্লুর সভাকক্ষে জেলা আওয়ামী লীগের নতুন কার্যকরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ স্বাক্ষরিতপত্রে এ তথ্য জানা গেছে। ওই দিনই কমিটির সকল নেতৃবৃন্দের পরিচিতি ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আগামী দিনের কর্মকাণ্ড সম্পর্কে জেলা সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রেসব্রিফিং করবেন।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। গঠিত হয় নতুন কার্যকরি কমিটি। এ কমিটি সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অনুমোদন দেন।