চুয়াডাঙ্গা ইসলামপাড়া স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন নিয়ে বিরোধ? পিতার পর হামলার শিকার ছেলে মিন্টু

 

স্টাফ রিপোর্টার: পিতাকে যেদিন বাড়িতে কুপিয়ে জখম করে একদল যুবক, সেদিন দ্রুত সরে পড়ে রক্ষা পেলেও সিরাজুল ইসলাম মিন্টু (২৩) গতকাল রোববার সন্ধ্যায় এড়াতে পারেনি হামলা। তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।

সিরাজুল ইসলাম মিন্টু চুয়াডাঙ্গা জেলা শহরের ইসলামপাড়ার শেরেগুল ইসলামের ছেলে। শেরেগুল নিজ বাড়ির অদূরে বটতলায় বাইসাইকেল মেরামতের দোকান দিয়ে ব্যবসা করেন। তার বিরুদ্ধে অবশ্য বহুদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শেরেগুলকে তার বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে একদল যুবক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শেরেগুলের স্ত্রী বলেন, স্বামী শেরেগুল ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। স্থানীয় স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন হবে। কমিটি গঠন নিয়েই বিরোধের জের ধরে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। এ সময় ছেলে মিন্টু দ্রুত সরে পড়ে রক্ষা পায়। এ ঘটনার দু দিনের মাথায় গতকাল সন্ধ্যায় ছেলে মিন্টুর ওপর হামলা চালানো হয়। তার ডান হাতে কোপ লাগে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ সময় সিরাজুল ইসলাম মিন্টু নিজেকে ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি বলে পরিচয় দিয়ে অভিযোগ করে বলেন, তপু ও সুমন ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছে। ওরাই গত শুক্রবার আমাদের বাড়ি হামলা চালিয়ে আমার পিতাকে কুপিয়ে জখম করে।