চুয়াডাঙ্গার রেলবাজারস্থ কালিপদ হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করার অপরাধে কালিপদ অ্যান্ড সন্স হোটেল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে শহরের রেলবাজারস্থ কালিপদ মিষ্টির হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা। সহযোগিতায় ছিলেন বেঞ্চ সহকারী কামরুজ্জামানসহ সদর থানা পুলিশ।

আদালতসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের রেলবাজারে অবস্থিত কালিপদ অ্যান্ড সন্স হোটেলের মালিক অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ওই অপরাধে ১৮৬০ সালের ২৬৯ ধারায় হোটেল মালিককে ১ হাজার ৫শ টাকা টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সাথে সাথে আদায়পূর্বক মালিককে হুঁশিয়ারি করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।