চালককে বেঁধে রেখে মোটরসাইকেল ও মোবাইলফোন ছিনতাই

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর আন্দুলবাড়িয়া-ডুমুরিয়া সড়কের তালের সারিতে ভুট্টাগাছ ফেলে গতিরোধ করে চালককে বেঁধে রেখে মোটরসাইকেল ও মোবাইলফোন ছিনতাইয়ের ঘটনা গটেছে। গতকাল রোববার রাত পৌনে ৮টার দিকে ছিনতাইকারীরা সড়কে বোঝাবাধাঁ ভুট্টাগাছ ফেলে মোটরসাইকেল গতিরোধ করে চালককের হাত-পা ও মুখ বেঁধে নির্জন মাঠে ফেলে রেখে মোটরসাইকেল ও মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে।

জানা গেছে, ৯ নং ওর্য়াড আওয়ামী লীগের নেতা বিশিষ্ট ভূষিমাল ব্যবসায়ী ডুমুরিয়া গ্রামের মৃত আবুল হোসেন মণ্ডলের ছেলে মশিউর রহমান রাত পৌনে ৮টার দিকে গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে মামুনকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ব্যবসায়ী কাজে আন্দুলবাড়িয়া বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে তালের সারি নামক স্থানে পৌঁছুলে ৪/৫ জনের ছিনতাইকারী দল বোঝা বাঁধা ভুট্টা গাছ সড়কে ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে। তারা কোনো কিছু বুঝে ওঠার আগে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ১৫০ সিসি ডিসকভারী কালো রঙের মোটরসাইকেল ও মোবাইলফোন ছিনিয়ে নেয়।  সশস্ত্র ছিনতাইকারীদল চালক ও সহযাত্রীকে হাত-পা ও মুখ বেঁধে নির্জন মাঠে ফেলে রেখে সটকে পড়ে। ঘটনার প্রায় ১ ঘণ্টা পর নিজেরাই নিজেদের বাঁধন খুলে বাড়িতে ফেরেন।