দামুড়হুদার বিভিন্ন সীমান্তে বিজিবির মদ ও ফেনসিডিল উদ্ধার

 

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার বিভিন্ন সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে মদ ও ফেনসিডিল উদ্ধার করেছেন। গতকাল শনিবার রাত ২টার দিকে হুদাপাড়া বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মো. সৈয়দ আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান হুদাপাড়া পশ্চিম মাঠে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা ২৪৪ বোতল  ভরতীয় ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের টহল কমন্ডার সুবেদার রোস্তাম সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে চাকুলিয়ার খালেরপাড় থেকে ১০০ বোতল মদ উদ্ধার করেন। ফুলবাড়ি সীমান্তে বিজির টহল কমান্ডার হাবিলদার ইস্কান্দার আলী সঙ্গীয় সদস্যদের গতকাল শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ফুলবাড়ি থেকে ৬০ বোতল মদ উদ্ধার করেন। অপরদিকে মুজিবনগর বিজিবি ক্যাম্পের টহল কমন্ডার নায়েক সুবেদার মো. শাহ আলম সঙ্গীয় সদস্যদের নিয়ে শুক্রবার রাত ২টার দিকে কানাইডাঙ্গার ইটভাটার সামনে থেকে ৮০ বোতল ফেনসিডিল ও ১৮০টি বিভিন্ন খেলনা উদ্ধার করেন।