কার্পাসডাঙ্গা-কুড়ুলগাছি খাবারের খোঁজে হনুমান বাসাবাড়িতে

 

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি-কার্পাসডাঙ্গায় কালোমুখো মা হনুমান বাচ্চা কোলে নিয়ে মানুষের বাড়িতে খাবার সন্ধান করছে। বন কর্মকর্তাদের দাবি হনুমান বেড়ে যাওয়া ও বনজঙ্গল উজাড় হওয়ার কারণে এমনটি হয়েছে। হনুমানের বিচরণক্ষেত্র ভারত সীমান্তবর্তী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া-ছোটবলদিয়া ও কামারপাড়ার বাঁশবাগানে। ধান্যঘরা, কুড়ুলগাছি, ঠাকুরপুর, চণ্ডিপুরসহ কার্পাসডাঙ্গা-কুড়ুলগাছি ইউনয়নের প্রায় প্রতিটি এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় মা হনুমানের কোলে বাচ্চা রয়েছে। মা হনুমানের দল বাচ্চা নিয়ে খাদ্যের সন্ধানে বাসাবাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করে। কুড়ুলগাছি চা দোকানি আব্দুর রহিম বলেন, প্রায় সময় হনুমান তার দোকান থেকে পাউরুটি ও বিস্কুটের প্যাকেট নিয়ে যায়। এ ব্যাপারে তিনি আরো বলেন, ৩০০ থেকে ৩৫০টি হনুমানের বিচরণ রয়েছে এখানে। শুধুমাত্র তারা খাবারের জন্যই এলাকার বাড়িঘরে ঢুকে পড়ছে।