ভারতের কেরালা রাজ্যের কোললাম জেলার পারাভুরের পুট্টিঙ্গন মন্দিরে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ৮৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, দক্ষিণ ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় ‘নবরাত্রি’ উৎসবে যোগ দিতে গতকাল ওই মন্দিরে কয়েক হাজার পুণ্যার্থী সমবেত হয়েছিল। গভীর রাত থেকে সেখানে আতশবাজি পোড়ানোর উৎসব শুরু হয়। আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত হয়। উৎসবের একপর্যায়ে মন্দিরের পাশে থাকা আতশবাজির গুদামে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মন্দির চত্বরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় লোকজন ছুটোছুটি করতে থাকে। এতে অনেকে আগুনে দগ্ধ হয়ে মারা যায়। অনেকে মারা যায় পদপিষ্ট হয়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, উৎসবে ১০ থেকে ১৫ হাজার মানুষ সমবেত হয়েছিল।
ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন কেরালার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা। মন্ত্রী বলেন, এ ঘটনায় এখনো যারা আটকে আছে, তাদের উদ্ধারে সব চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ আছে।
আগুনে হতাহতের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি কেরালায় যাচ্ছেন।
আগুনে হতাহতের ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী। তিনি দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।