রাজধানীতে ডিবি পরিচয়ে ৭ লাখ টাকা ছিনতাই

 

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার দোয়েল চত্বর এলাকায় গতকাল শনিবার ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ক্ষুদ্র গার্মেন্ট ব্যবসায়ী। পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য পরিচয়ে ব্যাগ তল্লাশি করার নামে ছয়জন দুর্বৃত্ত ৭ লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী। ছিনতাইয়ের শিকার ওই ব্যবসায়ীর নাম মো. আজম উদ্দিন। তার বাড়ি নোয়াখালীর মাইজদী বাজারে। উত্তর বাড্ডার তেঁতুল তলায় তিনি পরিবার নিয়ে থাকেন। সেখানে হামজা স্পোর্টস নামে তার একটি ছোট গার্মেন্ট কারখানা আছে।

আজম উদ্দিন দাবি করেন, কারখানার জন্য জিনিসপত্র কিনতে একটি ব্যাগে ৭ লাখ টাকা নিয়ে তিনি সকালে বাসা থেকে বের হয়েছিলেন। এরপর জরি কিনতে তিনি চকবাজার মসজিদ মার্কেটে যান। জরি পছন্দ না হওয়ায় সেখান থেকে তিনি ফিরে আসেন। কাপড় কিনতে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য রিকশায় করে গুলিস্তানের দিকে রওনা দেন তিনি। কিন্তু দোয়েল চত্বর এলাকায় এলে হঠাৎ পেছন থেকে দুজন ব্যক্তি ডিবির সদস্য পরিচয় দিয়ে দৌঁড়ে এসে তার রিকশা থামাতে বলেন। ব্যাগে অস্ত্র আছে এমন দাবি করে দ্রুত ব্যাগ তল্লাশি শুরু করেন তারা। ব্যাগ খুলে টাকা দেখার পর পরই একজন আজমের মাথায় রিভলবার ঠেকিয়ে কোনো শব্দ না করতে বলে সাথে থাকা ব্যাগটি ছিনিয়ে নেন। এ সময় পেছন থেকে কালো রঙের দুটো পালসার মোটরসাইকেলে করে আরো ৪ জন ব্যক্তি রিকশার সামনে আসেন। দৌঁড়ে দুজন দুই বাইকে ওঠার সাথে সাথে বাইক দুটি দ্রুত শহীদ মিনার এলাকার দিকে চলে যায়। তাদের বয়স ৩৫-৩৬ এর মতো হবে। গায়ে হাফ সস্নিপ সাদা চেকের শার্ট ও নেভি বস্নু জিনস প্যান্ট ছিলো।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, অপরাধীরা মাঝেমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে থাকেন। কিন্তু ধরন দেখে মনে হচ্ছে না তারা ডিবির লোক। কারণ, ডিবির লোক কখনোই ব্যাগ নিয়ে দৌঁড় দিতো না।