নেইমারকে নিয়ে মুখোমুখি অবস্থানে ব্রাজিল ও বার্সা

 

মাথাভাঙ্গা মনিটর: কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে লাতিন আমেরিকার ঐহিত্যবাহী টুর্নামেন্ট কোপা আমেরিকা। মর্যাদার লড়াইয়ে সব দলই চাচ্ছে নিজেদের সর্বশক্তি নিয়ে মাঠে নামতে। স্বাভাবিকভাবে ফেভারিট ব্রাজিলও তাই তাদের তারকা নেইমারকে পেতে মরিয়া। তবে তাদের দাবি কোপা আমেরিকা ছাড়াও ব্রাজিলে অলিম্পিক আসরেও ছাড়তে হবে নেইমারকে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এরই মধ্যে তাদের ইচ্ছার কথা বার্সেলোনা কর্তৃপক্ষকে জানিয়েছে। তবে নেইমারকে যে কোনো একটি প্রতিযোগিতার জন্য ছাড়া হবে জানিয়ে গত শুক্রবার সিবিএফকে চিঠি দেন বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ। এর আগে নেইমার নিজেও দুটি প্রতিযোগিতায়ই খেলার ইচ্ছার কথা জানান। তবে অলিম্পিক আনুষ্ঠানিক কোনো ফিফা টুর্নামেন্ট নয় বলে ক্লাব তাকে এর জন্য ছাড়তে বাধ্য নয়। সিবিএফ এক বিবৃতিতে জানায়, দুটি টুর্নামেন্টেই নেইমারকে পেতে লড়াই চালিয়ে যাবে তারা। ‘ক্লাব খেলোয়াড়টিকে মাত্র একটি প্রতিযোগিতায় ছাড়ার বিষয়টি মেনে নিয়েছে। জাতীয় দলের বোর্ডের মাধ্যমে সিএফবি নেইমার জুনিয়রকে কোপা আমেরিকা ও রিওতে (রিও দে জেনেইরো) ২০১৬ অলিম্পিক গেমসে পেতে সম্ভাব্য সবকিছু করবে।’

বার্তোমেউ গত সপ্তাহে বলেছিলেন, নেইমারকে দুটি টুর্নামেন্টের জন্যই ছাড়ার ব্যাপারে তাদের রাজি করানো ‘অসম্ভব’ হবে। গত মাসে ব্রাজিলের কোচ দুঙ্গা তার অধিনায়ককে দুটি প্রতিযোগিতাতেই পাওয়ার জন্য কথা বলতে বার্সেলোনায় গিয়েছিলেন। বার্তোমেউ তখন তাকে জানিয়েছিলেন, বার্সেলোনার সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে। আগামী জুনে হবে যুক্তরাষ্ট্রে বসবে লাতিন আমেরিকরা আসর। আর রিওতে এবারের অলিম্পিক গেমস হবে আগস্টে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল অলিম্পিকে কখনও সোনার পদক পায়নি।