ঝিনাইদহের ডাকবাংলায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: ৫ম ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে প্রার্থী বাছাইয়ের লক্ষে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী, মধুহাটিসহ পশ্চিমাঞ্চলে ৮টি ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় সাধুহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জেএম রশীদুল আলম রশিদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ ইব্রাহিম জামান, মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাধুহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান। কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেএম রশীদুল আলম রশিদ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীককে জয়যুক্ত করতে হবে। এজন্য নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।