কুষ্টিয়া ইবি’র রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের ৩দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া – সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

কেএ মান্নান: কুষ্টিয়া ইবির রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের ৩ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে গতকাল শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যালয় চত্বরে আয়োজিত মঞ্চে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার শুরু সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন
বিদ্যালয়ের শিক্ষার্থী ও সকল অতিথি বৃন্দ।

দেশাত্ববোধক গান – কবিতা আবৃত্তি – রবীন্দ্র ও
নজরুল সঙ্গীত, লালন গীতি, পল্লীগীতি, ভাটিয়ালি সঙ্গীত, আধুনিক ও ব্যান্ড সঙ্গীতের সুর মুচ্ছনায় উপস্থিত দর্শক ওমসঙ্গীতানুরাগীরা মোহমুগ্ধ হয়ে ওঠে। এ সাংস্কৃতিক আয়োজনের উল্লেখযোগ্য আকর্ষণ ছিলো কৌতুক নকশা, একক অভিনয় ও বাল্যবিবাহ প্রতিরোধমূলক নাটক ও উল্টো খবর পরিবেশন দারুণ হাস্য রসের খোরাকি জোগায়।

প্রধান অতিথি উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা সহকারী
কমিশনার ( ভূমি) মো. হাফিজ আল আসাদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মনোহরদিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. এছেম আলী মালিতা। মনোহরদিয়া ফাঁড়ি পুলিশের এসআই মো. আতিকুজ্জামান চৌধুরী, ইউনিয়ন আ.লীগ নেতা মো. জহুরুল ইসলাম জহুর। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ মনিরুল ইসলাম সোহেলের উপস্থাপনায় বক্তব্য রাখেন মনোহরদিয়া ইউনিয়ন আ.লীগের
সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ, গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. ইয়াহিয়া – শিক্ষক সেলিম উদ্দিন – মোঃ শহিদুল ইসলাম, মো. আজমল হক, মো. রহমত আলী, মো. আসাদুজ্জামান, মো. বিল্লাল গণি, মোছা. মাহমুদা খাতুন, মোছা. রাফেজা সুলতানা, মোছা. আফরোজা বেগম প্রমুখ। প্রসঙ্গত বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার অভিষেক ঘটে গত বুধবার বেলা ৯টায় জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে গতকাল শনিবার দিনভর
সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিক পুরস্কার বিতরণের মাধ্যমে টানা হয় সমাপ্তি।