আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানার বহু অঘটনঘটনপটিয়সী দারোগা এসআই রফিকুল ইসলামকে শেষ পর্যন্ত স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ আতিয়ার রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আলমডাঙ্গা শহরের ২টি বেকারীতে এডিশনাল এসপির নামে উৎকোচ দাবির ঘটনায় তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গতকাল শুক্রবার তিনি চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ফিরে যান। গতকাল সকালের দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেয়া হয়। আলমডাঙ্গা থানা থেকে সিসি নিয়ে ওই দিনই চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ফিরে যানয়। এ নির্দেশ পেয়ে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এস আই রকিবুল ইসলাম নির্দেশ মোতাবেক সিসি বা ছাড়পত্র নিয়ে পুলিশ লাইনে যোগদানের উদ্দেশ্যে আলমডাঙ্গা ত্যাগ করেন। গত পরশু ঘটনার সন্ধ্যায় এএসপি সার্কেল ও গতকাল আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার দিনে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ছুটিতে ছিলেন বলে জানিয়েছেন। এস আই রকিবুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হলেও একই দোষেদুষ্ট খাসকররা ফাঁড়ি পুলিশের আইসি হাবিলদার হাফিজ এখনও স্বপদে বহাল থাকায় অনেকে বিস্ময় প্রকাশ করছেন।