মেহেরপুর অফিস: সড়ক দুর্ঘটনায় নিহত সুরাত আলীর লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে তার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হলো লাশবাহী শ্যালোইঞ্জিন চালিত যান নসিমন। এ ঘটনায় আহত হয়েছেন- নিহত সুরত আলীর ছেলে ইয়াছিন আলী (১৪), তার আত্মীয় রিটন (২৭), আরজান (৩৫), ইউপি সদস্য ইমদাদুল হক (৫৫) ও হারেজ উদ্দীনসহ (৫০) ১০ স্বজন। আহতের মধ্যে আরজান ও ইমদাদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহম্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সদর উপজেলার আমঝুপি তেল ও বীজ উৎপাদন খামারের সামনে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের সকলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে।
মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, গত বুধবার বিকেলে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর নামক স্থানে মোটরসাইকেলর ধাক্কায় নিহত হন মুদিব্যবসায়ী বাইসাইকেল চালক কুলপালা গ্রামের সুরত আলী। তার লাশ উদ্ধার শেষে মেহেরপুর হাসপাতালমর্গে রাখা ছিলো। লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার সকালে তার আত্মীয়স্বজনদের কাছে পুলিশ লাশ হস্তান্তর করে। ওই লাশ একটি শ্যালোইঞ্জিনচালিত যান নসিমনযোগে নিয়ে যাওয়ার পথে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি তেল ও বীজ উৎপাদন খামারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে আহত হন নিহত সুরত আলীর ১০ স্বজন। তিনি আরো জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করেন মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে আরজান ও ইমদাদুলের অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।