মহেশপুরে ট্রাকচাপায় সবজি বিক্রেতা নিহত

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ট্রাক চাপায় সুবল হালদার (৪৭) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গুড়দাহ বাজারে এ ঘটনা ঘটে। তিনি একই উপজেলার শ্রীনাথপুর গ্রামের ভজহরি হালদারের ছেলে। মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সুবল হালদার গুড়দাহ বাজারে সবজি বিক্রির জন্য আসছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে লাশ উদ্ধার করেছে। স্থানীয় জনতা ট্রাকটি আটক করে পুলিশে র কাছে হস্তান্তর করেছে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। তদন্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।