টিপ্পনী

 

খবর:(দর্শনায় কোটি টাকার ভবনে বাঁশের কাবারি দিয়ে ঢালাই)

কাবারি ঢালাই কাবারি ঢালাই

আহা যে নতুন আবিষ্কার,

বড় আধুনিক ফরমুলা বেশ

এতে বলো আর গা বিষ কার?

 

বাঁশ দিয়ে বাঁশ দেয়া যায় তাই

কেটে গেল সব অন্ধকার,

আঝোড়া আঝোড়া কেটে কেটে আনো

এতে যে বরাত মন্দ কার।

 

বাখারি ঢালাই মরি যে জ্বালায়

বুদ্ধিটা কী যে চমৎকার,

এভাবে দালান গড়া মজা খুব

আহা রে মশাই অমত কার?

_আহাদ আলী মোল্লা