আলমডাঙ্গার ৭ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৫, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৭৫ ও সাধারণ সদস্য পদে ২৫৩ জনের মনোনয়নপত্র দাখিল

আলমডাঙ্গা ব্যুরো: ৪র্থ দফায় আলমডাঙ্গা উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৫, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৭৫ ও সাধারণ সদস্য পদে ২৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে রির্টারিং অফিসারে নিকট প্রার্থীরা মনোনয়ন জমা দেন। বাড়াদী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক, বিএনপি দলীয় প্রার্থী তবারক হোসেন, স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান, মাসুদ পারভেজ ও শহিদুল ইসলাম।

গাংনী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত রকিবুল হাসান, বিএনপি মনোনীত রেজাউর রহমান, জাসদ দলীয় প্রার্থী শাহাদত হোসেন, স্বতন্ত্র প্রার্থী আবু তাহের, আজাহারুল ইসলাম, আব্দুল খালেক মিয়া, বজলুর রহমান, সাইফুল ইসলাম ও আবুল কালাম।

খাদিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুল হালিম, বিএনপি দলীয় প্রার্থী শাহ জালাল বিশ্বাস, ইসলামী আন্দোলনের জিনারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোমিন, শাহীন আলী, জহুরুল ইসলাম, আব্দুল মান্নান, তহিদুর রহমান ও অশ্রু হাসান।

চিৎলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী তৌহিদুল ইসলাম ফকা, বিএনপি দলীয় প্রার্থী আব্দুস সালাম বিপ্লব, স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন, ইউনুস আলী, মিজানুর রহমান, মহসিন আলী ও জিল্লুর রহমান।

 

হারদী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমাদানকারী হলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী নূরুল ইসলাম, বিএনপি দলীয় প্রার্থী মিজানুর রহমান মধু, জাসদের শাহাবুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম।

কুমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সাইদ, বিএনপি মনোনীত প্রার্থী মহাসিন আলী মণ্ডল, জাসদের আনিসুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী গোলাম মহি উদ্দীন আজাদ, সেলিম রেজা ও আব্দুল কাদের।

ভাংবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত কাওসার আহমেদ বাবলু, বিএনপি মনোনীত সানোয়ার হোসেন লাড্ডু, স্বতন্ত্র প্রার্থী আশরাফুজ্জামান নান্নু, আহমেদ জালাল ও হাসিবুল ইসলাম।

এছাড়া বাড়াদী ইউনিয়নে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৯, সাধারণ সদস্য পদে ২৯, গাংনী ইউনিয়নে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১০ ও সাধারণ সদস্য পদে ৩৩, খাদিমপুর ইউনিয়নে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১০ ও সাধারণ সদস্য পদে ৪৬, চিৎলা ইউনিয়নে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৯ ও সাধারণ সদস্য পদে ৩৭। হারদী ইউনিয়নে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১০ ও সাধারণ সদস্য পদে ৪৬, কুমারী ইউনিয়নে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১০ ও সাধারণ সদস্য পদে ৪৬, ভাংবাড়িয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১২ এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।