স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলমারী গ্রামের রূপালী বেগম স্বামীর সংসার করতে ঢাকায় গিয়ে হলেন লাশ। ঘটনার পর থেকে স্বামী বড়শলুয়ার হাকিমকে ঢাকা সাভার থানা পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।
অভিযোগে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের শৈলমারী গ্রামের রমজান আলীর মেয়ে এক সন্তানের জননী রূপালী বেগমের ৬ বছর আগে বিয়ে হয় তিতুদহ ইউনিয়নের বড়সলুয়া গ্রামের আবুতালেবের ছেলে আব্দুল হাকিমের সাথে। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে তাকে জ্বালাযন্ত্রণা দিতো হাকিম। রূপালীকে ঘরে রেখে দ্বিতীয় বিয়েও করে হাকিম। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হাকিম ঢাকা সাভারের গেন্দাজার বাজার এলাকায় বসবাস করতো। দু মাস আগে স্বামীর সাথে সংসার করতে ঢাকায় যায় রূপারী। গতকাল বৃহস্পতিবার বিকেলে রূপালীদের বাড়িতে খবর আসে রূপালী সকালের দিকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে। তবে রূপালীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে হাকিম। ঘটনার পর ঢাকা সাভার থানা পুলিশ রূপালীর লাশ উর্দ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালমর্গে পাঠিয়েছে। সেই সাথে হত্যা না আত্মহত্যা সে বিষয়ে সন্দেহ থাকায় পুলিশ হাকিমকে গ্রেফতার করেছে। ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার রূপালীর লাস নিজ গ্রাম শৈলমারীতে দাফন করা হবে বলে জানা গেছে।