গাংনী প্রতিনিধি: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ যারা অমান্য করবে দলে তাদের কোন ঠাঁই নেই বলে হুশিয়ারী দিলেন মেহেরপুর গাংনীর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গতকাল সোমবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডে এক সংবর্ধনা অনুষ্ঠানে নেতবৃন্দ বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসন্ন ইউপি নির্বাচনে গাংনীর ৯টি ইউনিয়নে দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক বলেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা এমপি সেলিনা আখতার বানু। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, পৌর আ.লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত শহিদুল ইসলাম বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন, দেলবার, গোলাম ফারুক, মিজানুর রহমান রানা, আবু নাতেক ও আবুল হাশেমকে ফুলের মালা গলায় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন নেতাকর্মীরা।