আরও ৮ লাখ ডলার ফেরত দিলেন কিম

 

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের আরও প্রায় ৮ লাখ ৩০ হাজার ডলার ফেরত দিয়েছেন ক্যাসিনো ব্যবসায়ী কিম অং। গতকাল সোমবার সকালে আইনজীবীর মাধ্যমে কিম ফিলিপাইনের মুদ্রা পাচার কর্তৃপক্ষের (এএমএলসি) কাছে ওই অর্থ ফেরত দেন। এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া বাকে-আবাদ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। এর আগে প্রথম দফায় আলোচিত এই ক্যাসিনো ব্যবসায়ী চুরি যাওয়া অর্থের ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পেছনে চীনা বংশোদ্ভূত ক্যাসিনো ব্যবসায়ী কিম অংকেই মূল ব্যক্তি বলে সন্দেহ করা হচ্ছে। তবে এই অর্থ বেইজিংয়ের শুহুয়া গাও এবং ম্যাকাওয়ের ডিং জিজে নামে দুই ক্যাসিনো ব্যবসায়ী ফিলিপাইনে নিয়ে যায় বলে সিনেট কমিটির শুনানিতে দাবি করেন কিম।

এদিকে লোপাট ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে প্রায় অর্ধেক অর্থ এখনও ফিলিপাইনে রয়েছে জানিয়ে তা বাংলাদেশকে ফেরত দেয়া সম্ভব বলে জানিয়েছেন দেশটির সিনেটর রালফ রেক্তো। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে ফিলিপাইনে যায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার। ফিলিপাইন থেকে এখন পর্যন্ত উদ্ধার হলো প্রায় সাড়ে ৫৪ লাখ ডলার। আর বাকি দুই কোটি ডলার যায় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় যাওয়া অর্থ বাংলাদেশকে ফেরত দেয়া হয়েছে।