মুজিবনগরে মাসব্যাপী যুবউন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

 

মুজিবনগর প্রতিনিধি: ‘জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ’ মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে এক মাসব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় মুজিবনগর যুবউন্নয়ন অফিসের আয়োজনে ও যুবউন্নয়ন অধিদফতরাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস অব আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পের আওতায় মুজিবনগর অডিটরিয়াম হলরুমে ওই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক যুবউন্নয়ন অধিদফতর মেহেরপুর মাসুদুল হাসান মালিক। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক ফিরোজ আহাম্মেদ, মুজিবনগর থানা ইনচার্জ কাজী কামাল হোসেন, সমাজসেবা অফিসার তৈফিকুর রহমান ও প্রশিক্ষক মাসুদ আল আহসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবউন্নয়ন অফিসার বিপ্লব কুমার কুণ্ডু।