চুয়াডাঙ্গার শৈলমারী গ্রামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা : আজ ডাক্তারি পরীক্ষা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলমারী গ্রামের এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযুক্ত আলিমসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষিতা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আজ ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা হবে বলে জানিয়েছে পুলিশ। আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় চরম নিরাত্তাহীনতায় ধর্ষিতার পরিবার। তবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করারও প্রক্রিয়া চালাচ্ছে একটি পক্ষ।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের শৈলমারী গ্রামের দরিদ্র রাজমিস্ত্রীর স্ত্রী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে গ্রামেরই আইয়ুব আলীর ছেলে এক সন্তানের জনক আলিম মাঝে মাঝে আমাকে উত্ত্যক্ত করতো। শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির পাশের দোকান থেকে কয়েল কিনে বাড়ি ফিরছিলাম। এ সময় পথে গ্রামের আইয়ুব আলীর ছেলে আলিমসহ ৪ জন আমার হাত-মুখ বেঁধে বাড়ির পাশের একটা পানবরজে নিয়ে যায়। এ সময় অপরিচিত ৩ জন সরে যায়। আর আলিম আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। আমি চিৎকার করলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে এবং আলিম পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল ধর্ষিতা বাদী হয়ে অভিযুক্ত আলিম এবং মারপিট করার অপরাধে পিতা আইয়ুব আলী ও মা ছালেহা বেগমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আজ সোমবার ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা করা হবে। তবে গ্রামসূত্র জানিয়েছে, আলিম ও ধর্ষিতার মধ্যে রয়েছে প্রেমজ সম্পর্ক। বিষয়টি দেখে ফেলায় আলিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা হয়েছে। উদ্দেশ্য মোটা অঙ্কের অর্থ হাতানো। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে রয়েছে তৎপর।