স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের সদর এবং হরিণাকুণ্ডু উপজেলায় আগামী ৭ মে চতুর্থ দফায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধান দুটি দল আওযামী লীগ ও বিএনপি দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। গতকাল দুপুর সোয়া ১২টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এক ইমেইল বার্তার মাধ্যমে দল মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। এ দফার নির্বাচনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদরের ১৭ ইউনিয়নের মধ্যে ৮ এবং হরিণাকুণ্ডু উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৭টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। হরিণাকুণ্ডুর ৭ ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে দলীয় প্রার্থী হিসেবে লড়াই করবেন- ভায়নাতে দলের ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক সমির উদ্দীন, জোড়াদহে দলের ইউনিয়ন সভাপতি জহির রায়হান, তাহেরহুদায় ইউনিয়ন সভাপতি মুঞ্জুরুল আলম, দৌলতপুরে ইউনিয়ন সভাপতি সাব্দার রহমান, কাপাসাটিয়ায় দলের উপজেলা আহ্বায়ক আলহাজ মশিউর রহমান জোয়ার্দ্দার, ফলসীতে দলের জেলা শাখার অন্যতম নেতা অ্যাড. বজলুর রহমান এবং রঘুনাথপুরে দলের ইউনিয়ন সভাপতি মুনসুর আলী।
অপরদিকে বেশ কয়েক সপ্তাহ আগে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন ভায়নাতে দলের উপজেলা সহসভাপতি আবুল হাসান মাস্টার, জোড়াদহে দলের ইউনিয়ন সেক্রেটারি সাজেদুর রহমান রনি, তাহেরহুদায় উপজেলা সহসভাপতি মোজম্মেল হক, দৌলতপুরে উপজেলা কমিটির উপদেষ্টা আব্দুল লতিফ মাস্টার, কাপাসাটিয়ায় ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম খোকন, এবং রঘুনাথপুরে জেনারেল ইসলাম তরুন, ফলসী ইউনিয়নে উপজেলা কমিটির সদস্য একেএম আশরাফুল কবীর কনক এবং রঘুনাথপুরে ইউনিয়ন যুগ্ম সম্পাদক জেনারুল ইসলাম তরুন।
গতকাল রোববার নির্বাচন কমিশন ঘোষিত চতুর্থ দফার নির্বাচনী তফসিলে ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৭ এপ্রিল। বাছাই ১০ ও ১১ এপ্রিল, প্রত্যাহারের শেষ দিন ১৮ এপ্রিল এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৯ এপ্রিল। উপজেলার ৮নং চাঁদপুর ইউনিয়নের একজন ভোটার নাগরিক অধিকার সংক্রান্ত একটি রিট মহামান্য হাইকোর্টে দায়ের করেন। রিটের বিষয় নিষ্পত্তি না হওয়ায় সংশ্লিষ্ট ইউনিয়নে এ দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলে জানা গেছে। চতুর্থ দফায় দেশের ৭৪৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ তফসিল ঘোষিত হয়েছে।