স্টাফ রিপোর্টার: কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি থেকে প্রাচীন আমলের দুটি তরবারি চুরি গেছে। গত বুধবার রাতের কোনো এক সময় এ প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি হয়ে গেলেও কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখেছিলো। কুঠিবাড়িতে রাতে আনসারের পাহারার ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এ চুরির ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কুঠিবাড়ি সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যার আগে কুঠিবাড়িতে দর্শনার্থী প্রবেশের প্রাত্যহিক সময় শেষ হওয়ার পর সেখানে সংরক্ষিত সব মালামাল গণনা শেষে প্রথম ফটক সিলগালা করা হয়। পরের দিন বৃহস্পতিবার সকালে দর্শনার্থীদের জন্য কুঠিবাড়ি খুলে দেয়ার আগে দেখা যায়, একটি কক্ষের শো-কেসে রাখা প্রাচীন আমলের দুষ্প্রাপ্য দুটি তরবারি নেই। তবে সে সময় প্রধান ফটকের তালায় সিলগালাও অক্ষত ছিলো বলে কুঠিবাড়ির একজন কর্মী জানান। এ ঘটনায় বৃহস্পতিবার কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কুঠিবাড়ির কাস্টোডিয়ান (জিম্মাদার) মখলেচুর রহমান ভুঁইয়া। তবে চুরির বিষয়ে জানতে কাস্টোডিয়ানের মোবাইলফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান জানান, কুঠিবাড়ি কর্তৃপক্ষ দুটি তরবারি খোয়া গেছে মর্মে একটি সাধারণ ডায়েরি করেছেন।
শিলাইদহের কুঠিবাড়ি থেকে দুটি তরবারি চুরি
