মেহেরপুর অফিস: স্থল বন্দরের দাবিতে মেহেরপুরে কর্মবিরতি পালন, মৌন মিছিলসহ নানা কর্মসূচী পালন করেছে স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামসহ সকল শ্রেণি পেশার মানুষ। এ সময় মেহেরপুরের সকল রুটে আধা ঘন্টা বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন বাস মালিক ও শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সকল দোকানপাট বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন ব্যবসায়ীরা। একই সময়ে সংগঠনটির মূখপাত্র এমএএস ইমনের নেতৃত্বে শহরে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের সংগঠক সাফুয়ানউদ্দীন আহম্মেদ রূপক, সাংবাদিক নেতা রফিক-উল আলম, জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়েব রহমান, মেহেরপুর উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা পরিবেশক সমিতির যুগ্মসম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সমাবেশ ও মৌন মিছিলে অংশ নেয়।
সংগঠনটির মূখপাত্র এমএএস ইমন বলেন, ২০১০ সালে প্রাধান মন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকেটি আশ্বাসের মধ্যে ছিলো মেহেরপুরের স্থল বন্দর। কিন্তু আশ্বাসের বাকি দাবিগুলো পূরণ হলেও স্থলবন্দরের বিষয়টি এখনোও অধরায় থেকে গেছে। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত স্থলবন্দরের দাবিতে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনকে স্থলবন্দর দাবি সংবলিত বেনার ফেস্টুন সড়কের বিভিন্ন স্থানে লাগানোর আহ্বান জানান তিনি।