চুয়াডাঙ্গা জেলা জাসদের মতবিনিময় সভায় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চুন্নু

বাংলাদেশ থেকে যুদ্ধাপরাধীদের শিকড় চিরতরে নির্মূল করা হবে
ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা জাসদের মতবিনিময়সভা গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে জাসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চুন্নু। তিনি বলেন মহাজোটকে দুর্বল করার জন্য জাসদকে বিভক্তি করার চেষ্টা করা হচ্ছে। জাসদ মুক্তিযোদ্ধাদের দল। কোনো যুদ্ধ অপরাধী, রাজাকার জাসদে নেই। জামায়াত-বিএনপি জোট শত চেষ্টা করে জাসদকে মুক্তিযোদ্ধার স্বপক্ষের জোট থেকে সরাতে পারবে না। যে দেশের আনাচে কানাচে মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ ও নারীর ইজ্জত ও রক্ত ছড়িয়ে আছে, সেই দেশ থেকে যুদ্ধাপরাধীদের শিকড় চিরতরে নির্মূল করা হবে। তিনি আর ও বলেন আগামী ৭ এপ্রিল জাসদ দেশব্যাপী যুদ্ধাপরাধী দল জামাত নিশিদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার, ধর্মীয় জঙ্গীবাদ প্রতিহত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া, স্বশাশিত স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, নারীর সমঅধিকার সমমর্যাদা প্রতিষ্ঠা, কৃষকদের উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করার দাবিতে দাবি দিবস পালন করার জন্য জেলার নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির জনসংযোগ বিষয়ক সম্পাদক শফিউদ্দিন মোল্লা, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুজ্জামান বাদল, মীর্জা আনোয়ারুল হক, আমির হোসেন বাচ্চু। জেলা জাসদের সহসভাপতি গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, কোষাধ্যক্ষ আনিসুজ্জামান, আলমডাঙ্গা পৌর জাসদের সভাপতি মিরাজুল ইসরাম, কোষাধ্যক্ষ ডালিম হোসেন, উপজেলা যুব জোটের আহ্বায়ক রুহুল আমিন, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন।