চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোলিং এজেন্টদের কাছ থেকে জব্দকৃত ৩৬টি মোবাইলফোন চারদিন পর ফেরত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোলিং এজেন্টদের কাছ থেকে জব্দকৃত ৩৬টি মোবাইলফোন ৪ দিন পর তাদেরকে ফেরত দেয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মোবাইলগুলো হস্তান্তর করা হয়।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, সদর উপজেলার মোমিনপুর-আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ এবং পদ্মবিলা-কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল সামী উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, গত ৩১ মার্চ সদর উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকালে বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টরা মোবাইলফোন নিয়ে আসেন। তাদের কাছ থেকে ৩৬টি ফোন জব্দ করা হয়। কেন্দ্রে মোবাইলফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকলেও ওইসব পোলিং এজেন্টরা তা না মেনে কেন্দ্রে নিয়ে আসার কারণে সেগুলো জব্দ করা হয়। এদিকে মোবাইল ফেরত পাওয়ার পর মোবাইলের মালিকরা কথা দেন, ভবিষ্যতে এ ধরনের দায়িত্বপালনকালে কখনো এমন ভুল করবেন না।