চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে স্বল্প সময়ে ঘরে ঘরে বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে স্বল্প সময়ে ঘরে ঘরে বিদ্যুতায়ন  কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১টার দিকে প্রধান অতিথি হিসেবে সাব স্টেশন ডিঙ্গেদহ চুয়াডাঙ্গা-২ থেকে বিদ্যুত সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। এ সময় তিনি বলেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক ১ দশমিক ৮২ মিলিয়ন গ্রাহক সংযোগ প্রকল্পের আওতায় এ সংযোগ প্রদান করা হচ্ছে। গত ২০ মার্চ বিদ্যুতের পোল স্থাপন করে ১৯ দিনের মধ্যে শঙ্করচন্দ্র গ্রামের ২৮ গ্রাহকের ঘরে বিদ্যুত সংযোগ স্থাপন করা হলো। শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম হাবিবুর রহমান, এজিএম মনিরুল ইসলাম, প্রকৌশলী সাইদুর রহমান। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জোনাল অফিসের লাইন টেকনিসিয়ান আমজাদ হোসেন, অলিয়ার রহমান, লাইনম্যান নাজমুল হুসাইন, ইলেকট্রিসিয়ান নাসির উদ্দিন।