আলমডাঙ্গা পুরাতন বাসস্ট্যান্ডের পিয়াস স্টোরে চুরি

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরের পুরাতন বাসস্ট্যান্ডের নিকট পিয়াস স্টোরে চুরি সংঘটিত হয়েছে।

পিয়াস স্টোরের ক্ষতিগ্রস্ত মালিক নাসির উদ্দীন জানিয়েছেন, প্রতিদিনের মতো গত পরশু শনিবার রাতে বেচাকেনা শেষে তিনি দোকানঘরে ভালোভাবে তালা মেরে বাড়ি ফেরেন। গতকাল রোববার সকালে দোকানে গিয়ে দেখেন দোকানের দরজা খোলা। চোরচক্র তার দোকানের তালা ভেঙে প্রায় ২২ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে তিনি আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান।