স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সড়কের নির্মাণ সামগ্রী রেখে ও পিচ জ্বালানোর কারণে ওই বিদ্যালয়ের প্রায় পাঁচশত শিক্ষার্থীসহ এলাকাবাসী ঝুঁকির মধ্যে পড়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। গতকাল রোববার দুপুরে সরেজমিন ঘটনাস্থলে গেলে দুর্ভোগের দৃশ্য দেখা যায়।
আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রাম থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া সড়ক পাকাকরণ কাজ গত ৩ দিন আগে শুরু হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয় চত্বরে বালু, পাথর, খোয়া ও নির্মাণ সামগ্রী রেখে কাজ করায় বিদ্যালয়ের শিশুশিক্ষার্থীরা ক্লাস ও খেলাধুলা করতে পারছে না। শিক্ষার্থীদের অভিযোগ ওই সমস্ত কাজের কারণে তাদের চোখে ধুলা, কালির গুড়ো পড়ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। ফলে, বিদ্যালয়ের দরজা-জানালা বন্ধ করে ক্লাস করা হচ্ছে। সমস্যার কারণে তারা সব ক্লাস করতে পারছে না।
এছাড়া, বিদ্যালয় চত্বরেই খাদিমপুর ইউনিয়ন পরিষদের কার্যালয় থাকায় সেখানে কর্মরত চেয়ারম্যান, মেম্বার ও ইউনিয়ন কার্যালয়ে সেবা নিতে আসা মানুষ দুর্ভোগে পড়ছেন। একই কারণে পথচারীসহ গ্রামবাসীরাও সমস্যার মুখে পড়ছেন। আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উপসহকারী প্রকৌশলী তরুণ জোয়ার্দ্দার প্রকল্পের কাজ দেখাশোনা করছেন। বিষয়টি তার জানা নেই। তরুণ জোয়ার্দ্দারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইলফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মাদানী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইকবাল আহমেদ টিটুর মোবাইলফোনে বারবার কল করা হলেও বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।