মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’র পরিচিত মুখ বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। শুক্রবার মুম্বাইয়ের বাড়ি থেকে প্রত্যুষার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রত্যুষা আত্মহত্যা করেছেন।
প্রত্যুষার বন্ধুদের অভিযোগ, আত্মহত্যা নয়, প্রত্যুষাকে খুন করা হয়েছে। আর এই অভিযোগে সন্দেহের তীর রাহুলের দিকে। রাহুলের সাথে প্রত্যুষার দীর্ঘদিনের সম্পর্ক ছিলো। বিভিন্ন পার্টিতে তাকেই বয়ফ্রেন্ড বলে পরিচয় দিতেন নায়িকা। সম্প্রতি রাহুলের সাথে অন্য কারও বাগদান হয়ে যায়। তখন থেকেই নাকি মানসিকভাবে ভেঙে পড়েন প্রত্যুষা। তবে এ নিয়ে এখনও কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। শুক্রবার মুম্বাইয়ের বাড়ি থেকে ২৪ বছর বয়সী প্রত্যুষার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই অভিনেত্রী। কলকাতার জামশেদপুরের মেয়ে প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তার অভিনীত শেষ সম্প্রচারিত ধারাবাহিক ‘শ্বশুরাল সিমার কি’। রিয়্যালিটি শো ‘বিগ বস৭’-এও দেখা গিয়েছে তাকে। নিউজ ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর তোলপাড় শুরু হয়েছে বলিউডে। বালিকা বধূর ‘আনন্দী’ কি আত্মঘাতী হলেন? নাকি তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে? এমনই বহু প্রশ্ন উঠে আসছে এই ঘটনাকে ঘিরে। এই মৃত্যু নিয়ে সরাসরি মুখ খুলেছেন সালমন খান। ‘বিগ বস সিজন সেভেন’ থেকেই প্রত্যুষাকে চিনতেন তিনি। এই রিয়্যালিটি শো-তে প্রত্যুষা প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। গতকাল শুক্রবার নায়িকার অকালমৃত্যুর পর সল্লু জানিয়েছেন, ‘বিগ বস’-এ যখন প্রত্যুষা এসেছিলো, ওর বয়স মাত্র ২০। সালমন জানিয়েছেন, মৃত্যুর খবর শুনে তিনি মানসিকভাবে খুবই আঘাত পেয়েছেন। দিনভর শুটিংয়ের ফাঁকে চোখ রেখেছেন প্রত্যুষার মৃত্যু সংক্রান্ত নানা খবরে।