তনুর জন্য আজ রোববার ধর্মঘট : অনড় আন্দোলনকারীরা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা ভিক্টোরিয়ার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে রোববার ধর্মঘট পালনে অনড় থাকার কথা জানিয়েছে আন্দোলনকারীরা। তবে একইদিন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কর্মসূচির আওতার বাইরে থাকবে। গত ২৭ মার্চ শাহবাগে অবরোধের পর রোববার ধর্মঘট ডাকে তনুর খুনিদের গ্রেপ্তার-বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ব্যানারে আন্দোলনরত একদল শিক্ষার্থী।

ওই ধর্মঘটের বিষয়ে শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দর সমন্বয়ক আইন বিভাগের শিক্ষার্থী উজমা তাসরিয়ান বলেন, এইসএসসি পরীক্ষার্থীরা আমাদের ধর্মঘটের আওতাধীন নয়। পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা দিতে পারবে। বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, “রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা ক্লাস বর্জন করব। বিকাল ৪টায় রাজু ভাস্কর্য চত্বরে আমাদের সমাবেশ হবে। ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্য ভুক্ত বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন ইতোমধ্যে রোববারের ধর্মঘটে সমর্থন জানিয়েছে। এর আগে তনুর খুনি গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ৩০ মার্চ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান এক ঘণ্টা বন্ধ রাখার কর্মসূচি দেয় গণজাগরণ মঞ্চ।

এদিকে গত ২৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে তনুর খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে ৪ এপ্রিল সোমবার সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালনের ঘোষণা দিয়ে রেখেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।