টিপ্পনি

খবর: (গাংনীতে বিদ্যালয়ের দোকান ভাড়ার টাকা প্রধান শিক্ষকের পকেটে)

 

ডাঁসা ডাঁসা খাসা খাসা

ফল খেয়েছেন মাস্টার,

বলুন না ভাই, মজা কেমন

রসে ভরা শাঁসটার?

 

শাঁসের মজা খেয়ে খেয়ে

শেষেতো পিঠ চাবকান,

গাছের আগায় উঠে তিনি

কচি কচি ডাব খান।

 

ঘরের ভাড়া পরের ভাড়া

খেয়ে করেন আনচান

সুযোগ বুঝে মাঝে মাঝে

পরের গোলার ধান চান।

 

ধান ফুরোলো পান ফুরোলো

দুষ্টু লোকের গান ফুরোলো।