চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সাথে চুয়াডাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় দৈনিক পত্রিকাসমূহের সম্পাদকদের বৈঠক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সাথে চুয়াডাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় দৈনিক পত্রিকাসমূহের সম্পাদকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কক্ষে সৌহার্দপূর্ণ পরিবেশে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠক চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মুনিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতার নেতৃত্বে সাংবাদিক প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি মাহতাব উদ্দিন, দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন, দৈনিক আকাশখবর সম্পাদক অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক ও দৈনিক সময়ের সমীকরণ প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট মোহা. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী, দপ্তর সম্পাদক খাইরুজ্জামান সেতু ও নির্বাহী সদস্য শাহ আলম সনি প্রমুখ।
বৈঠককের শুরুতে উভয়পক্ষ কুশল বিনিময় করেন। সেই সাথে জেলার সার্বিক পরিস্থিতিতে উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসক সায়মা ইউনুস গত ২৮ মার্চ বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের অভিষেক নিয়ে পরদিন স্থানীয় দৈনিক পত্রিকাসমূহে প্রকাশিত খবরের দুটি শব্দ বিষয়ে আপত্তি তোলেন। তিনি বলেন, ওইদিন বক্তব্য প্রদানকালে আমি অ্যাকটিভ ও কৌশলে শব্দটি বলেনি। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ ও সম্পাদকরা বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে জানালে আলোচনার মধ্যদিয়ে সন্তোষজনক নিষ্পত্তি হয়।