আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ছেলেকে না পেয়ে ভ্যানচালক পিতাকে বেদম মারধরের অভিযোগ মুন্সিগঞ্জের বিমানের বিরুদ্ধে

 

আলমডাঙ্গা ব্যুরো: ছেলেকে না পেয়ে বৃদ্ধ ভ্যানচালক পিতাকে বেদম মারপিট করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সুদের টাকা আদায়ে ব্যর্থ হয়ে মুন্সিগঞ্জের চালব্যবসায়ী বিমান ও তার লোকজন এ হামলা চালিয়েছে বলে বৃদ্ধের গ্রামের লোকজন জানায়।

এলাকা ও নির্যাতনের শিকার পরিবারসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের আলফাজ উদ্দীনের ছেলে বিমান চালব্যবসা করলেও এলাকায় সুদ কারবারী হিসেবেও অভিযুক্ত। পার্শ্ববর্তী রোয়াকুলি গ্রামের চাঁদ আলীর ছেলে আলম হোসেন প্রায় এক বছর আগে বিমানের কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। এ জন্য আলম মাসে মাসে সুদ দেয়। আলম হোসেন যথারীতি সুদের কিস্তি দিয়ে আসছিলো। এভাবে সুদ টানতে টানতে একেবারে নিঃস্ব হয়ে পড়ে আলম। শেষমেশ বাধ্য হয়েই এক পর্যায়ে আলম গ্রাম ছেড়ে ঢাকায় চলে যায়। ফলে অভিযুক্ত সুদখোর বিমান বেপরোয়া হয়ে ওঠেন টাকা আদায়ে। চাপ দিতে থাকে আলমের বৃদ্ধ হতদরিদ্র ভ্যানচালক পিতা চাঁদ আলীকে। টাকা না পেয়ে গত শুক্রবার রাতে কতিপয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিমান আলী হতদরিদ্র ভ্যানচালক চাঁদ আলীর বাড়িতে চড়াও হয়। সে সময় টাকা দিতে না পারায় বৃদ্ধ ভ্যানচালককে বিমান ও তার গুন্ডারা নির্মমভাবে বেদম পিটিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় প্রতিবেশিরা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের শেফা ক্লিনিকে ভর্তি করেন। এ ব্যাপারে গত রাতে অভিযুক্ত বিমানের সাথে কথা বলতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়েই তিনি ফোন বন্ধ করে দেন।