বাতিল হতে পারে ফাইনালের অনুষ্ঠান!

 

মাথাভাঙ্গা মনিটর: কোলকাতায় ফ্লাইওভার ধসের ঘটনায় গোটা ভারত জুড়েই নেমে এসেছে শোকের ছায়া। কোলকাতার এ ঘটনা প্রভাব ফেলেছে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে। আজ রোববার কোলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনালের আগে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিলো তা বাতিল করতে চাইছে ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গল (সিএবি)। আইসিসি’র সূচি অনুযায়ী শুক্রবার মিডিয়া রিসেপশন এবং গতকাল শনিবার দু ফাইনালিস্ট- ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দলের সবাইকে নিয়ে একটি ডিনারের ব্যবস্থা করা হয়েছিলো। এরইমধ্যে মিডিয়া রিসেপশনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আর শনিবার ডিনারের যে সূচি রয়েছে, সেটাও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ফাইনালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা করেছিলেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে কোলকাতার আকস্মিক দুর্ঘটনার জন্য সেই অনুষ্ঠান নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন সংস্থাটির সদস্যরা। তবে ফাইনালের অনুষ্ঠান নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি।