কোলকাতায় ফ্লাইওভার ধসে বহু হতাহত

মাথাভাঙ্গা মনিটর: ভারতের কোলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভার ধসে বহু হতাহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা- আরো দেড় শতাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ১৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলো ভারতের একটি সংবাদমাধ্যম। আটকে পড়াদের উদ্ধারকাজে নেমে পড়েন দমকলকর্মীরা। ইতোমধ্যে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর চারটি ইউনিট কাজ করছে। এছাড়া কাজ করছেন সেনাবাহিনী ও হাসপাতালকর্মীরা। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।

গতকাল বৃহস্পতিবার  বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিবেকানন্দ উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে একটি গাড়ির ওপরে। কোলকাতাভিত্তিক সংবাদমাধ্যম এক স্থানীয় বাসিন্দার বরাত দিয়ে জানায়, সাড়ে ১২টা নাগাদ বোমা ফাটার মতো আওয়াজ শোনা যায়। পুলিশ জানিয়েছে, ভেঙে পড়া অংশের নিচে অনেকেই আটকে থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকাজ চলছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।