যশোরে বোমা বিস্ফোরণে দুজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: যশোরে বোমা বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে বিস্ফোরণে ৫জন আহত হন। পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে দুজন মারা যান। পুলিশের বক্তব্য যশোর সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের মাঠের মধ্যে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে তারা আহত হন। প্রত্যক্ষদর্শীর ভাষ্য, স্থানীয় বাজারে অবস্থান করার সময় তাদের লক্ষ্য করে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। নিহত ব্যক্তিরা হলেন ইবাদুল ইসলাম (৩৮) ও মো. সবুজ (২৯)। তাদের বাড়ি যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কাঠামারা গ্রামে। অন্য ৩জন একই হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন গোলাম মোস্তফা (৩০), রুবেল হোসেন (২১) ও রাকিব হোসেন (২৫)।