দৌলতপুরে আ.লীগ-পুলিশের গুলিবর্ষণ : আহত ১০

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জোর করে ভোট মেরে নেয়ার প্রতিবাদ করায় নৌকা প্রতীকের প্রার্থীর ক্যাডার বাহিনী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর গুলি চালিয়েছে। এ সময় পুলিশও ফাঁকা গুলি চালায়। এ ঘটনায় ১ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। এ সময় পলাশ (৪০) হাতে গুলিবিদ্ধ হয় এবং রাজিব (৩৫), ইনতাজ (৪২), ভাদুসহ (৪০) ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে পিয়ারপুর ইউনিয়নের আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ২৫/২৬ জন সশস্ত্র ক্যাডার বাহিনী আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে চেয়ারম্যান প্রতীকে ব্যালটে সিল মেরে দেয়। খবর পেয়ে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল ইসলাম তার লোকজন নিয়ে প্রতিবাদ করতে এলে স্থানীয় এমপির ভাই টোকন চৌধুরীর ক্যাডার বাদশা ও রাজিব তাদের লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।