কুড়লুগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা-আরামডাঙ্গা-নেভিভাটা থেকে সীমান্তবর্তী পীরপুরকুল্লা পর্যন্ত ৩ কি.মি. দীর্ঘ সড়কটি খানাখন্দে ভরা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ৪টি গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
শিক্ষক নাজমুল হোসেন বলেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন এলাকায় বিদ্যালয় ও মাদরাসা মিলে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন অবর্ণনীয় কষ্ট করে ছাত্র-ছাত্রীদের নিয়মিতো শিক্ষা প্রতিষ্ঠানে আসাযাওয়া করতে হয়।
কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট বলেন, এ সড়ক দিয়ে ঠাকুরপুর, কুতুবপুর, পীরপুরকুল্লা ও বয়রা গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন যাবৎ সড়কটির প্রয়োজনীয় সংস্কার হয়নি। সামান্য বৃষ্টিতে পীরপুরকুল্লা গ্রামের কমিউনিটি ক্লিনিক ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় পানি জমে থাকে। এ অবস্থায় রোগীরা স্বাস্ব্যসেবা নেয়ার জন্য কেন্দ্রে ও কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ও চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু রাস্তাটির প্রতি দৃষ্টি দেবেন বলে অনুরোধ করেছে এলাকারবাসী।