দর্শনা রশিক শাহ’র মাজারের সামনে পাউয়ারটলি-আলমসাধু মুখোমুখি সংঘর্ষ : দু চালকসহ আহত ৬

 

দর্শনা অফিস: দর্শনা-জীবননগর মহাসড়কের রশিক শাহ’র মাজারের সামনে পাউয়ারটলি ও আলমসাধু মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু চালকসহ আহত হয়েছে ৬ জন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুত্বর। চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে।

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের জাদবপুর গ্রামের ফরিদুর রহমানের খোয়া-বালি মিশ্রিত মেশিন বহনকারী পাউয়ারটলি চুয়াডাঙ্গা থেকে ৫ নির্মাণ শ্রমিক নিয়ে ফিরছিলো বাড়িতে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বেপরোয়াগতিতে পাউয়ারটলি জীবননগরের দিকে যাচ্ছিলো। এ সময় দর্শনা দক্ষিণচাঁদপুর স্কুলপাড়ার নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম মনু আলমসাধু নিয়ে জীবননগর থেকে ফিরছিলেন দর্শনায়। দর্শনা বাসস্ট্যান্ডের অদূরে রশিক শাহ’র মাজারের সামনে আলমসাধু ও পাউয়ারটলি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মারাত্মকভাবে জখম হয়েছে আলমসাধুচালক মনিরুল, জীবননগরের সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের মকসেদ আলীর ছেলে পাউয়ারটলিচালক জামাল। এ ছাড়া জাদবপুর গ্রামের নির্মাণ শ্রমিক ইকলাসসহ আরো ৪ নির্মাণ শ্রমিক আহত হয়। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেয়া হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। আহতদের মধ্যে মনিরুল ও জামালের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। পাউয়ার ট্রলি ও আলমসাধু উদ্ধার করেছে স্থানীয়রা।