মাথাভাঙ্গা ডেস্ক: দুর্নীতিকে না বলে জীবননগর পৌরসভাকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেছেন মেয়র। এদিকে দামুড়হুদার পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গতকাল দুর্নীতিকে ‘না’ বলে শফথ নিয়েছে।
জীবননগর ব্যুরো জানিয়েছে, সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ কর্মসূচির আলোকে গতকাল বৃহস্পতিবার জীবননগর পৌরসভায় দুর্নীতি বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনসাভায় মেয়র জাহাঙ্গীর আলম প্রধান অতিথির বক্তব্যে জীবননগর পৌরসভাকে দুর্নীতি মুক্ত করার ঘোষণা দেন। তিনি বলেন পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আজ থেকে সকল প্রকার দুর্নীতি থেকে নিজেদেরকে মুক্ত রাখবেন। এ সময় উপস্থিত সকলে দুর্নীতিকে ‘না’ বলে শপথগ্রহণ করেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে দুর্নীতি বিরোধীসভায় বক্তব্য রাখেন, পৌর সচিব জায়েদ হোসেন, মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলু, কাউন্সিলর আবুল কাশেম, খন্দকার আলী আযম, আপিল মাহমুদ ও মাহফুজা খাতুন বিউটি। সভা পরিচালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মুন্সী মাহবুবুর রহমান বাবু।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় দুর্নীতিকে ‘না’ বলে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শপথ নিয়েছে। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যাণ্ড কলেজ প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন দামুড়হুদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল গফুর। উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোর্শারফ হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, সদস্য আশরাফুল আলম উলুম, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর জাহান খাতুন প্রমুখ।
‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’র শেষ দিনে বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী দুর্নীতিকে ‘না’ বলে শপথ নেয়।
দামুড়হুদা মডেল পাইলট হাই স্কুল, পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়, হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, সদাবরি মাধ্যমিক বিদ্যালয়, কানইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, মোক্তারপুর মাধ্যমিক বিদ্যালয়, জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়, বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়, জয়রামপুর ডিএস দাখিল মাদরাসা, মদনা মাধ্যমিক বিদ্যালয় ও বড়বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।