চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতৃবৃন্দ কেন্দ্রীয় মহাসচিবকে অভিনন্দন জানিয়েছেন

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব পদে দায়িত্ব পেয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রুহুল কবির রিজভি ১ম যগ্ম মহাসচিব ও মিজানুর রহমান সিনহা কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেছেন। এদেরকে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা, অহিদুল ইসলাম বিশ্বাস, ১ম যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খাঁন বাবু, যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা পৃথক পৃথকভাবে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।