এবার বাল্যবিয়ের বলি হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আল আমিন

 

স্টাফ রিপোর্টার: এবার বাল্যবিয়ের বলি হয়েছে চুয়াডাঙ্গা জেলা সদরের হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আল আমিন। বিয়ের ৪ মাসের মাথায় গতকাল বিকেলে সে ঘরে বসে বিষপান করে। দোস্ত বাজারের এক হাতুড়ের কাছে ওয়াশ করানো হয়। আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১০টার দিকে সে মারা যায়। এরপর শুরু হয় লাশ নিজ গ্রাম তিতুদহের বড়আড়িয়ায় নেয়ার প্রক্রিয়া। যদিও গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ হাসপাতালেই রাখা ছিলো।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ বড়আড়িয়ার বিল্লাল হোসেনের ছেলে আল অমিনের সাথে ৪ মাস আগে বিয়ে হয় দর্শনা জয়নগরের আব্দুল হানিফের মেয়ে মাদরাসা ছাত্রী আফরোজার। অপ্রাপ্ত বয়সে বিয়ের আসনে বসা দুজনের কাছেই দাম্পত্য হয়ে ওঠে অসুখের। আফরোজা তার পিতার বাড়ি ফিরে ওই স্বামীর সংসার করতে অস্বীকৃতি জানায়। কয়েক দফা তাকে তার শ্বশুরবাড়ি নেয়ার চেষ্টা করা হয়। গতকাল আল আমিন তার স্ত্রীকে নিতে গেলে সাড়া পায়নি। কেউ কেউ আল আমিনের শারীরিক অক্ষমতা নিয়ে কটাক্ষ করে। অভিমানে আল আমিন তার নিজ ঘরে বিষপান করে। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা তাকে দোস্ত বাজারের এক হাতুড়ে ডাক্তারের কাছে নেয়। ওই হাতুড়ে ডাক্তার ওয়াশ করে। আনাড়ি হাতে ওয়াশ করার কারণে আল আমিনের শারীরিক অবস্থার আরো অবনিত ঘটে। রাত সাড়ে ৯টার দিকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। চিকিৎসার এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে সে মারা যায়।